logo

লরির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর এবং আশঙ্কাজনক এক সাইকেল চালক।

পশ্চিম বর্ধমান:- লরির ধাক্কায় মৃত্যু হলো দুই বাইক আরোহীর। মঙ্গলবার সকাল আটটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে কাঁকসার বিরুডিহার কাছে জাতীয় সড়কের ওপর দুর্গাপুরগামী রাস্তায়। দুর্ঘটনার জেরে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছালে পুলিশকে দেখে মারমুখি হয়ে ওঠে জনতা। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ, কাঁকসার এসপি সুমন কুমার জয়সওয়াল, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি। কাঁকসার এসপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন, ফাইন্যান্স কোম্পানির গাড়ির তারা খেয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মেরে বাইকের উপর উল্টে যায়। লরিতে বোল্ডার বোঝাই করা ছিল। তাতে চাপা পড়ে এক সাইকেল আরোহী গুরুতর আহত হয় এবং লরির তলায় চাপা পড়ে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। প্রায় এক ঘণ্টার যুদ্ধকালীন তৎপরতায় তিনটি ক্রেন এর সাহায্যে লরিটিকে অন্যত্র সরিয়ে মৃতদেহ উদ্ধার করা হয় এবং আহত সাইকেল আরোহী কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয়। এবং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।।

8
1025 views